ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রান্সের জয়ে জিরুদের জোড়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ফ্রান্সের জয়ে জিরুদের জোড়া ছবি: সংগৃহীত

ঢাকা: প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিচ্ছে ২০১৬ ইউরোর আয়োজক ফ্রান্স। বাছাইপর্বের ঝামেলা না থাকায় প্রীতি ম্যাচ খেলে ব্যস্ত সময় পার করছে দু’বারের ইউরো চ্যাম্পিয়নরা।

তিনদিন আগেই আর্মেনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফ্রেঞ্চরা। এবার ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ইনজুরির কারণে এ ম্যাচে দলের বাইরে ছিলেন করিম বেনজেমা। তবে বেনজেমার অনুপস্থিতিতে জ্বলে ওঠেন অলিভার জিরুদ। পাঁচ ম্যাচের গোলখরা কাটিয়ে জোড়া গোল করেন আর্সেনালের ২৯ বছর বয়সী স্ট্রাইকার।

ডেনমার্কের মাঠে খেলা শুরুর ছয় মিনিটের মধ্যেই জোড়া গোল পূরণ করেন জিরুদ। চার মিনিটে অ্যান্তোনি মার্শালের পাস থেকে তিনি গোলের সূচনা করেন। এর দুই মিনিট পর প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও ফিরতি বলে স্কোরলাইন ২-০ করেন। মুহূর্তেই যেন ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি ইউরোর প্লে-অফ নিশ্চিত করা ডেনমার্ক। বল দখলের লড়াইয়ে সমানে সমান থাকলেও আক্রমণাত্মক ফুটবলে ঢের পিছিয়ে ছিল স্বাগতিকরা। অবশ্য, দেরিতে হলেও ইনজুরি সময়ে দলের হয়ে একটি গোল পরিশোধ করেন ডিফেন্ডার এরিক। তবে  ম্যাচ শেষে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়োহান কাবাই-মাতুইদিরা।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।