ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হেরে বেশ সমালোচিত হচ্ছে ব্রাজিল ফুটবল দল। সেই সঙ্গে সেলেকাওদের দলে এখন আর সেই ঐতিহ্যবাহী খেলার ছন্দ দেখা যায় না।
গত বছর ঘরের মাঠে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলের পরাজয়ই ব্রাজিলকে খাদের কিনারায় নিয়ে যায়। পরবর্তীতে ক্ষত কিছুটা কাঁটিয়ে উঠলেও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আবারও ছিটকে পড়ে কার্লোস দুঙ্গার শিষ্যরা।
কিংবদন্তি পেলে জানান, তাদের সময় ফুটবলারদের দেশ ও খেলার প্রতি একই রকম ভালোবাসা ছিল। তবে তিনি মনেকরেন বর্তমান দলে একতার অভাব রয়েছে।
পেলে বলেন, ‘আমরা এখনও ফুটবলের প্রতি আবেগ হারাইনি। আমাদের দলে সেরা ফুটবলাররা রয়েছে। তবে দুঃখজনক ভাবে আমরা তাদের ঠিকমতো প্রস্তুত করতে পারছি না। ’
তিনবারের বিশ্বকাপ জয়ী এ তারকা আরো বলেন, ‘ব্যক্তিগত ভাবে ভালো ফুটবলার গুরুত্বপূর্ণ, তবে দলীয় ভাবে ভালো খেলতে হলে অবশ্যই একসঙ্গে খেলতে হবে। এটাই আসলে বড় সমস্যা, ব্যক্তিগত ভালো খেলে এমন ফুটবলার আমাদের অনেক কিন্তু দলগতভাবে আমাদের অনেক সমস্যা রয়েছে। ’
৭৪ বছর বয়সী সাবেক সান্তোস তারকা আরো যোগ করেন, ‘আমাদের সময়ে ফুটবলাররা ক্লাব থেকে বড় হতো। তবে এখন তারা এজেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে। আসলে বর্তমানে আমরা নানাবিধ সমস্যায় জড়িয়ে আছি। ’
এর আগে রোববার (১১ অক্টোবর) কলকাতায় পা রাখেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। দীর্ঘ ৩৮ বছর পর তার আগমন উপলক্ষে উল্লাসে মাতে অগণিত ভক্ত-সমর্থকরা।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৫
এমএমএস