ঢাকা: রেকর্ড চারবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেললেন পর্তুগিজ তারকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে ৩৫ ম্যাচে ৪৮টি গোল করেন রোনালদো। ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে কোনো খেলোয়াড়ই পর্তুগিজ তারকাকে ছুঁতে পারেননি।
অন্যদিকে, রোনালদোর চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ৪৩টি গোল করেন মেসি। কাতালানদের হয়ে ২০১০ সালে প্রথমবার তিনি ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন। এক বছরের বিরতিতে ২০১২ ও ২০১৩ সালে পরপর দু’বার এ অ্যাওয়ার্ডটি আর্জেন্টাইন তারকার হাতে ওঠে। কিন্তু গত দুই মৌসুমে রোনালদোর সঙ্গে আর পেরে ওঠেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুটের স্বাদ নেন রোনালদো। দু’বছর পরেই তিনি রিয়ালে পাড়ি জমান। গ্যালাকটিকোদের জার্সি গায়ে ২০১০-১১ মৌসুমে দ্বিতীয়বারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হন সিআর সেভেন। আর ২০১৩-১৪ মৌসুমের পর গতবারও নিজের অবস্থান ধরে রাখেন ত্রিশ বছর বয়সী এ ফরোয়ার্ড।
উল্লেখ্য, রোনালদোর সামনে এবার হ্যাটট্রিক গোল্ডেন বুট জেতার হাতছানি। চলতি মৌসুম শেষেই সব চূড়ান্ত হবে। অন্যদিকে, নিশ্চিতভাবেই রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে চাইবেন মেসি!
কিন্তু, এ দু’জনের কথা ভাবলে তো চলবে না। বায়ার্ন মিউনিখের হয়ে রবার্ট লেভানডফস্কি যেভাবে গোল করে যাচ্ছেন, তাতে করে পোলিশ স্ট্রাইকার গোল্ডেন বুট জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নেইমার, লুইজ সুয়ারেজরা তো আছেনই।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএম