ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এগিয়ে যাচ্ছে বিকেএসপি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এগিয়ে যাচ্ছে বিকেএসপি ছবি : দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র। সংক্ষেপে বিকেএসপি নামে পরিচিত এ প্রতিষ্ঠানটি ঘুরে এসেছে বাংলানিউজ স্পোর্টস টিম।

দলের সদস্যরা তুলে এনেছেন বিকেএসপির এগিয়ে চলার গল্প। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খানের আশ্বাস, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমুর আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির অঙ্গিকার, হকি, ফুটবল, ক্রিকেট কোচদের একান্ত সাক্ষাৎকার। এরই সঙ্গে দলটি তুলে এনেছেন প্রতিভাবান খেলোয়াড়দের স্বপ্নের কথা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাকেন্দ্র। রাজধানীর সাভারের প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র।

পড়াশোনা আর খেলাধুলা-একটা যেন আরেকটার ঘোর শত্রু। তবে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রশিক্ষণ নেওয়ার একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিকেএসপি। দেশের খেলাপাগল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলার প্রশিক্ষণ দিয়ে থাকে এ প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক মানের অনেক খেলোয়াড় তৈরি হচ্ছে তাদের হাত ধরেই।

স্পোর্টস টিমের সঙ্গে আলাপকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খান জানান, একজন মহাপরিচালক হিসেবে আমি বলব একজন ছেলে বা মেয়ের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার জন্য বিকেএসপি হচ্ছে একটি আদর্শ স্থান। এখানে যে সমস্যা গুলো রয়েছে তা অচিরেই দূর হয়ে যাবে। আমি আশ্বাস দিচ্ছি, যে দিক গুলো আপনারা তুলে ধরেছেন সেগুলোর উত্তরও শিগগিরই পেয়ে যাবেন।

বিকেএসপির খেলোয়াড়দের দাপট এখন জাতীয় দলের সব খেলাতেই। জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ফুটবলার এমিলি, হাসান আল মামুন, মাসুদ রানা, হকি খেলোয়াড় জিমি, শ্যুটার আসিফ হোসেন, শারমীন আক্তার। তারা সবাই বিকেএসপির আবিষ্কার। একজন সাকিব, একজন মুশফিক, একজন এমিলি, একজন জিমি, একজন আসিফ বছরের পর বছর এ প্রতিষ্ঠানটির হাত ধরেই বের হচ্ছে।

উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু জানান, আমাদের এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের হচ্ছে প্রতিনিয়ত। এ ধারাবাহিকতা কখনোই বদলাবে না।

বিকেএসপিতে বেশির ভাগ শিক্ষার্থী ভর্তি করা হয় সপ্তম শ্রেণিতে। সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, শ্যুটিং, আর্চারি, জুডো, উশু, তায়কোয়ানদো ও অ্যাথলেটিকসে। এ ছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হয় সাঁতার, জিমন্যাস্টিকস, বক্সিং ও টেনিসে। শুধু বাস্কেটবল বিভাগে অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তি করানো হয়।

ঢাকার অদূরে সাভারে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া বিকেএসপি সফরের সময় বাংলানিউজের দলটি ক্রিকেট কোচ, ফুটবল কোচ, হকি কোচদের সঙ্গে কথা বলেন। আলাপকালে উঠে আসে তাদের ইচ্ছের কথা, সমস্যার কথা, তাদের স্বপ্নের কথা, গর্বের কথা।

‘বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এখানকারই ছাত্র। তাদের মতো ক্রিকেটারকে তৈরি করতে এখানের গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে মহাপরিচালক পর্যন্ত অবদান রাখেন। তাদের মতো ক্রিকেটারদের জন্য আমাদের গর্বে বুক ভরে যায়’ ক্রিকেট কোচ মাসুদ হাসানের কণ্ঠে এমন উচ্ছ্বাস।

বিকেএসপি থেকে তৈরি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অনেক খ্যাতিমান খেলোয়াড়। আছেন নাসির হোসেন, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, আল শাহরিয়ার, রাকিবুল হাসান, সাব্বির খানের মতো দেশ সেরা তারকারা।

হকি কোচ মো: কাওসার আলী, ফুটবলের কোচ উজ্জ্বল শিবু, হাসান আল মাসুদের সঙ্গেও কথা হয় সফরকারী দলটির।

নানা বাধা-বিপত্তি ডিঙিয়ে বিকেএসপিতে সুযোগ করে নেওয়া উঠতি তারকাদের সঙ্গে কথা হয় দলটির।

এসব কিছুই ধারাবাহিকভাবে প্রকাশ করবে বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।