ঢাকা: কাঁধের ইনজুরির কারণে স্পেনের হয়ে ইউরো বাছাইপর্বের শেষ দুই ম্যাচে দলের বাইরে থাকেন সার্জিও রামোস। লুক্সেমবার্গ, ইউক্রেনের বিপক্ষে খেলতে না পারলেও ক্লাবের হয়ে অনুশীলনে ফিরেছেন ২৯ বছর বয়সী সেন্টারব্যাক।
লা লিগায় শনিবার (১৭ অক্টোবর) লেভান্তের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচকে সামনে রেখে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রামোস।
অবশ্য, দশদিন আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে দলে ফেরেন রামোস। তবে ফিটনেস সমস্যার কারণে ইউরো বাছাইয়ে জাতীয় দলের স্কোয়াড থেকে তার নাম প্রত্যাহার করা হয়। এ কারণেই তাকে ঘিরে রিয়াল শিবিরে উদ্বেগ দেখা দেয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর শাখতার দোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচেই ইনজুরি আক্রান্ত হন রামোস। পরে রিয়ালের হয়ে চারটি ম্যাচ খেলতে পারেননি এ স্প্যানিশ ডিফেন্ডার।
এদিকে, লেভান্তের বিপক্ষে ম্যাচ শেষেই চ্যাম্পিয়নস লিগ নিয়ে ব্যস্ত সময় পার করবে গ্যালাকটিকোরা। ২১ অক্টোবর (বুধবার) গ্রুপ ‘এ’র হাইভোল্টেজ ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে রাফা বেনিতেজের শিষ্যরা। প্যারিসে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। এ ম্যাচ দিয়েই পুরোনো ক্লাব সতীর্থ রামোস-রোনালদো-বেনজেমাদের মুখোমুখি হবেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএম