ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফরিদপুরে খন্দকার মোশাররফ গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ফরিদপুরে খন্দকার মোশাররফ গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে ‘খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্ট’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় গেরদা ইউনিয়ন ২-১ গোলে কৃষ্ণনগর ইউনিয়নকে পরাজিত করে।



শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। এবার সময় এসেছে ফুটবলকে জনপ্রিয় করে তোলা।

তিনি বলেন, আমাদের যুব সমাজকে খেলার প্রতি নজর দেওয়াতে পারলে দেশে সন্ত্রাস ও মাদকাসক্তের সংখ্যা কমে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, বাংলাদেশে পাকিস্তান হোয়াটওয়াশ হয়েছে, সিরিজে পরাজিত হয়েছে ভারত, এজন্য ভয় পেয়ে বাংলাদেশে খেলতে আসেনি অষ্ট্রেলিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।

সদর উপজেলার আয়োজনে টুর্নামেন্টে ফরিদপুর সদরের ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।