ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামছে মেসিবিহীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মাঠে নামছে মেসিবিহীন বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বর্তমান শিরোপাধারী বার্সেলোনা। গ্রপ ‘ই’তে বাতে বরিসভের বিপক্ষে স্প্যানিশ জায়ান্টরা মুখোমুখি হবে।

তবে ইনজুরির কারণে এ ম্যাচেও বার্সা পাচ্ছে না দলের সেরা তারকা লিওনেল মেসিকে। এছাড়া নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন।

বেলারুশিয়ান ক্লাবটির মাঠ বরিসভ ‍অ্যারিনায় মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে দু’দল। বার্সা নিজেদের প্রথম দু’ম্যাচের একটিতে জয় ও একটি ড্র নিয়ে ই’গ্রুপের শীর্ষে রয়েছে। অন্যদিকে সমান ম্যাচে একটি জয় ও একটি হার নিয়ে তৃতীয় অবস্থানে বরিসভ।

এ ম্যাচের আগে বার্সার রক্ষণভাগ নিয়ে বেশ চিন্তায় রয়েছে কোচ লুইস এনরিক। দলের ডিফেন্ডারদের ভুলে নতুন মৌসুমে বেশ কয়েকবার ভুগতে হয়েছে ক্যাম্প ন্যু’র দলটিকে। সেই সঙ্গে বেলজিয়ান ডিফেন্ডার থমাস ভারমায়েলেনের ইনজুরি ভাবাচ্ছে দলটিকে।

আক্রমণভাগে মেসি না থাকায় মূল দায়িত্বটা স্বাভাবিকভাবে নেইমার ও লুইস সুয়ারেজের কাঁধে চলে যায়। আর বার্সার সর্বশেষ ম্যাচে নিজের পারর্ফম দারুণভাবেই দেখিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে চারটি গোলই করেছেন নেইমার।

বার্সা এবারের মৌসুমে প্রথম ম্যাচেই ইতালিয়ান ক্লাব রোমার কাছে হোচট খায়। ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি। তবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে জিতে স্বস্তি পায় এনরিক শিষ্যরা।

বরিসভ নিজেদের প্রথম ম্যাচে লেভারকুসেনের কাছে ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়। কিন্তু পরের ম্যাচে বার্সার সঙ্গে ড্র করা রোমার বিপক্ষে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে শক্তির বিচারে বার্সা থেকে বেশ পিছিয়ে থাকলেও এ ম্যাচে বরিসভের কাছে একটি অনুপ্রেরণা রয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) ঘরোয়া লিগে ভিতেবাস্কের বিপক্ষে ২-০ গোলে জিতে তিন ম্যাচ হাতে রেখে টানা দশম শিরোপা জেতে বেলারুশের দলটি।

দু’দলের সর্বশেষ দু’বারের দেখায় অবশ্য বার্সারই জয়জয়কার। শেষ ম্যাচ ৪-০ গোলে জয়ের বিপরীতে অন্য ম্যাচ জিতেছে ৫-০ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৫
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।