ঢাকা: নতুন মৌসুমের শুরুটা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। ঘরোয়া লিগ বা উয়েফা চ্যাম্পিয়নস লিগ দুটোতেই ধীর গতিতে আরম্ভ করেছিল স্প্যানিশ জায়ান্টরা।
ইনজুরির কারণে দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। আর আর্জেন্টাইন এ অধিনায়কের অভাব ভালোই টের পাচ্ছে কাতালানরা। কিন্তু তার অনুপস্থিতিতে আক্রমণ ভাগে দায়িত্ব নেওয়া নেইমার ও লুইস সুয়ারেজ অবশ্য চেষ্টার কমতি করছেন না।
মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ইউরোপ সেরার লড়াইয়ে বার্সা মুখোমুখি হয় বাতে বরিসভের। গ্রুপ ‘ই’র এই খেলায় ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে ইভান রাকিটিচের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় কাতালানরা। আর দলের এ জয়ে মাঠে না থাকতে পারলেও ঘরে বসে টেলিভিশনে উদযাপন করেছেন মেসি।
গত মাসে (সেপ্টেম্বর ২০১৫) লা লিগার খেলায় লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে খেলতে গিয়ে পাঁয়ে গুরুতর আঘাত পান চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। পরে আট সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। তবে নভেম্বরে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে মেসির থাকা নিয়ে আশাবাদী কোচ এনরিক।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এমএমএস