ঢাকা: ক্রিকেট ম্যাচ ঘিরে ফিক্সিং শব্দের ব্যবহার বেশ পুরোনো। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কেলেঙ্কারির উদাহরণ নেহাতই কম নয়।
আগামী মাসেই লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বার্নাব্যুতে ২২ নভেম্বর (রোববার) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে রিয়ালের অনুকূলে সিদ্ধান্ত দেওয়ার জন্য সম্ভাব্য সহকারী রেফারিকে চাপ দেওয়া হয়েছে। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।
জানা যায়, স্পেনের বেতার কেন্দ্র ‘কাদিনা কোপে’ সর্বপ্রথম এমন তথ্য ফাঁস করে। স্থানীয় ক্রীড়া বিশেষজ্ঞ আইনজীবি জ্যাসিনিতো ভিসেন্তে বিষয়টি পুলিশের নজরে আনেন। পুরো ব্যাপারটিই এখন তদন্তাধীন রয়েছে।
এদিকে, এল ক্লাসিকোর ম্যাচ অফিসিয়ালদের নাম এখনো অফিসিয়ালি জানানো হয়নি। দুর্নীতির অভিযোগ ওঠাতেই নাকি বিলম্ব হচ্ছে। ম্যাচ শুরুর এক সপ্তাহের মধ্যেই হয়তো রেফারিদের নাম চূড়ান্ত হবে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএম