ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ওয়েস্টহামের বিপক্ষে হোসে মরিনহোর চেলসি ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে রয়েছে।
ম্যাচের শুরুর একাদশে হোসে মরিনহো চেলসির হয়ে মাঠে নামান বেগোভিচ, জোউমা, গ্যারি চাহিল, আজপিলিচুয়েতা, নেমানজা ম্যাটিক, উইলিয়ান, ফ্যাব্রেগাস, এডেন হ্যাজার্ড আর দিয়েগো কস্তাকে। তারকায় সমৃদ্ধ দলটি ম্যাচের ১৭তম মিনিটে পিছিয়ে পড়ে। লন্ডনের মাঠে লিড নিতে ওয়েস্টহামের হয়ে গোল করেন জারাতে।
৩৫ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগকে কাজে লাগাতে পারেনি ব্লুজদের তারকা জোউমা-কস্তা। একই মিনিটে হলুদ কার্ড দেখেন ম্যাটিক।
৪৪ মিনিটে বেশ বড় ধাক্কা সামলাতে হয় চেলসিকে। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ম্যাটিক। ফ্যাব্রেগাস আর দিয়েগো কস্তা দেখেন হলুদ কার্ড। দশ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সমতায় ফেরে চেলসি। দলের হয়ে গোল করেন গ্যারি চাহিল। উইলিয়ানের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।
৭৯ মিনিটে আরেকবার লিড নেয় ওয়েস্টহাম। দলকে এগিয়ে নিতে ক্রেসওয়েলের অ্যাসিস্ট থেকে গোল করেন অ্যান্ডি ক্যারোল। পুরো ম্যাচে একাধিকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চেলসি। ফলে, ২-১ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় ইংলিশ চ্যাম্পিয়নদের।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর