ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে মার্সেল প্রথম বিভাগ দাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
শুরু হচ্ছে মার্সেল প্রথম বিভাগ দাবা

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেল ব্যান্ড এর পৃষ্ঠাপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে।

ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ,এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্সেল (নর্থ) এর হেড অফ মার্কেটিং জনাব মোঃ মোশাররফ হোসেন (রাজীব)। সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব কে এম শহিদউল্যা।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অংশগ্রহণকারী দলসমূহের নাম্বার ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা দলসমূহের নাম্বার ড্র করেন। বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সচিব মোরসালিন আহমেদ।

এবারের আসরে অংশ নেবে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, বসির মেমোরিয়াল চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, ডেসটিনি (ক্যাসপারভ), ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টিস ক্লাব, অগ্রণী ব্যাংক লিঃ দাবা দল, মীর চেস ক্লাব, একসেস চেস ক্লাব ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রথম রাউন্ডে বসির মোমোরিয়া বনাম সাইফ, মহাখালী বনাম একসেস, ডেসটিনি (ক্যাসপারভ) বনাম মীর চেস এবং ফায়ার-সার্ভিস বনাম অগ্রণী ব্যাংক এর মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।