ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালকে হটিয়ে দুইয়ে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রিয়ালকে হটিয়ে দুইয়ে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: জয় পেলেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে অ্যাতলেতিকো মাদ্রিদ। এমন পরিসংখ্যান নিয়েই রিয়াল বেটিসের মুখোমুখি হয় দিয়েগো সিমিওনের শিষ্যরা।

অবশ্য, ১-০ গোলের কষ্টার্জিত জয়েই লক্ষ্য পূরণ করে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।

অ্যাতলেতিকোর (২৬ পয়েন্ট) জয়ে কপাল পুড়ল রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া গ্যালাকটিকোরা ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান ১২ ম্যাচ শেষে ৩০ পয়েন্টে শীর্ষে বার্সা।

রিয়াল বেটিসের মাঠে খেলা শুরুর সাত মিনিটের মাথায় স্প্যানিশ মিডফিল্ডার কোকের গোলে লিড নেয় অ্যাতলেতিকো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন গ্রিজম্যান-ফার্নান্দো তোরেসরা। অন্যদিকে, ম্যাচে ফিরতে মরিয়া বেটিস বেশ কয়েকটি আক্রমণ করেও অ্যাতলেতিকোর ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি। তাই শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিজিটররা।

আগামী শনিবার (২৮ নভেম্বর) নিজেদের পরবর্তী ম্যাচে এসপানিওলের মুখোমুখি হবে অ্যাতলেতিকো। অপর ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে রিয়াল বেটিস। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে যথাক্রমে রাত সোয়া ১১টা ও দিবাগত রাত দেড়টায়।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।