ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষস্থান মজবুত করতে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
শীর্ষস্থান মজবুত করতে নামছে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার বিপক্ষে বাজে হারের ক্ষত এখনও শুকোয়নি রিয়াল মাদ্রিদের। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামতে হচ্ছে রাফায়েল বেনিতেজের শিষ্যদের।

তবে শাখতার দোনেস্ককে হারাতে পারলে গ্রুপ ‘এ’তে শীর্ষস্থান মজবুত হবে দলটির।

দোনেস্কের ঘরের মাঠ এল’ভিভ অ্যারিনায় রাতে  দ্বিতীয় লেগের খেলায় আতিথিয়েতা নিতে যাবে রিয়াল। মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে বাংলাদেশ সময় পৌনে দু’টায় খেলবে দু’দল।

এরআগে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার মুখোমুখি হয়েছিল রিয়াল। তবে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলের ব্যবধানে হারের লজ্জা পায় ক্রিস্টিয়ানো রোনালদোরা।

এদিকে রিয়াল অবশ্য আগেই ইউরোপ সেরার লড়াইয়ে নিজেদের শেষ ষোল নিশ্চিত করেছিল। আর এবার ইউক্রেনিয়ান দলটির বিপক্ষে চতুর্থ জয় পেলে শীর্ষস্থান আরো শক্ত হবে। বর্তমানে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে লা গ্যালাকটিকোরাই। সমান ম্যাচে খেলে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হলো প্যারিস সেন্ট জার্মেই ও মালমো।

এ ম্যাচে রিয়ালের হয়ে মাঠে থাকতে পারবেন না মার্সেলো ও নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস। অন্যদিকে কাতালানদের বিপক্ষে বাজে হারলেও চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে মালমোর বিপক্ষে ৪-০ গোলেই জয় পেয়েছিল রিয়াল।

শাখতারের সময়টা অবশ্য ভালোই যাচ্ছে। রিয়ালের মত মালমোকেও দলটি ৪-০ ব্যবধানে হারিয়েছিল। আর নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে ইউক্রেনের দলটির। অন্যদিকে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে রিয়াল। জয় পেয়েছে তিনটিতে।

দু’দলের প্রথম লেগের খেলায় রিয়াল নিজেদের সেরাই প্রমাণ করেছিল। সে ম্যাচে ঘরের মাঠে রোনালদো-বেলরা ৪-০ গোলে জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।