ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উড়ন্ত শিষ্যদের পারফর্মে গুরুর আত্মবিশ্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
উড়ন্ত শিষ্যদের পারফর্মে গুরুর আত্মবিশ্বাস ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের ট্রেবল জয়ী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা চলতি মৌসুমেও উড়ে চলেছে। লা লিগায় আসরের ১৩তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসি-নেইমার-সুয়ারেজের বার্সা।

কাতালান দলটি চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরেও গ্রুপপর্বে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে। আরেকটি ট্রেবল জয়ের দিকেই এগুচ্ছে লুইস এনরিকের শিষ্যরা।

সর্বশেষ লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের দলটি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোমাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। অদম্য গতিতে এগিয়ে চলা দলটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের দেখা পেয়েছে। চলতি মৌসুমে বার্সা সর্বশেষ হেরেছে গত অক্টোবরে সেভিয়ার বিপক্ষে। আতিথ্য নেওয়া নেইমার-সুয়ারেজরা ২-১ গোলে হেরেছিল। এরপর থেকে লা লিগায় ৬টি আর চ্যাম্পিয়ন্স লিগে ৩টি ম্যাচ পর পর জিতে নিয়েছে কাতালানরা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে খেলতে নেমে স্বাগতিকদের ৪-০ গোলের লজ্জা দিয়ে আসে বার্সা। সে ম্যাচেই প্রায় দুই মাস ইনজুরি কাটিয়ে ফেরেন লিওনেল মেসি। তবে, মেসির অনুপস্থিতিতে কাতালানদের উড়িয়ে নিয়ে চলেন নেইমার আর সুয়ারেজ। রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। তবে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোমার বিপক্ষে এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠ কাঁপিয়েছেন আর্জেন্টাইন তারকা। রিয়ালের বিপক্ষে গোল না পেলেও রোমার বিপক্ষে ম্যাচে ১৮ ও ৫৯ মিনিটে দুটি গোল করেন বার্সার প্রাণভোমরা। আর সোসিয়েদাদের বিপক্ষে নেইমার-সুয়ারেজরা গোল করে দলের জয় নিশ্চিত করলেও দুই বন্ধু জোর প্রচেষ্টা চালান মেসিকে দিয়ে গোল করানোর। ফলে, ম্যাচের শেষ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা।

মেসি-সুয়ারেজ-নেইমারদের (এমএসএন) এমন পারফর্মে দলের কোচ লুইস এনরিক দারুণ খুশি। তিনি জানান, ‘এমএসএন’ যেভাবে খেলে চলেছে তাতে গোলের জন্য মরিয়া হয়ে থাকে তিনজনই। তারা প্রত্যেকেই গোল করার চেষ্টায় ব্যস্ত থাকে। যখন কেউ গোল করতে পারছেন না তখন তারা অখুশিই থাকে।

টানা নবম জয়ে উড়তে থাকা বার্সাকে নিয়ে কোচ আরও যোগ করেন, আমি বুঝতে পারছি গত মৌসুমের থেকেও চলতি মৌসুমে আমার শিষ্যরা সেরা সময় পার করছে। ট্রেবল জেতা মৌসুমের থেকে দুর্দান্ত গতিতে এবার এগিয়ে চলেছে দল। আমরা যে সঠিক পথেই রয়েছি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডিসেম্বরের মধ্যে কেউ লিগ শিরোপা নিশ্চিতের কথা বলতে পারেন না। তবে, ডিসেম্বর মাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সে মাসে আমাদের লিগ ম্যাচের সঙ্গে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। এখনও মৌসুম শেষের অনেক বাকি। তবে, আমার ছেলেদের খেলায় আমি অনেক খুশি।

লা লিগার এ আসরে ১২ ম্যাচ খেলে নেইমার গোল করেছেন সর্বোচ্চ ১৪টি। সমান ম্যাচ খেলা সুয়ারেজ তালিকায় দুইয়ে থেকে গোল করেছেন ১২টি।

চলতি মৌসুমে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা ১৪ ম্যাচ খেলে সংগ্রহ করেছে সর্বোচ্চ ৩৩ পয়েন্ট। টেবিলের দুইয়ে থাকা দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ বার্সার সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।