ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

খেলা

ম্যানসিটি নয়, গার্দিওলার লক্ষ্য ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, নভেম্বর ২৯, ২০১৫
ম্যানসিটি নয়, গার্দিওলার লক্ষ্য ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: যাকে নিয়ে এতো গুঞ্জন, তিনিই কিনা নিশ্চুপ! পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ ছাড়ার গুঞ্জনে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় উঠলেও স্প্যানিশ কোচ এখনও মুখ খোলেননি। গুজব রটে, আগামী মৌসুমেই ম্যানচেস্টার সিটির কোচ পদে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হতে পারেন গার্দিওলা।



তবে একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল প্রকাশ করে, ম্যানসিটি নয়, ইংলিশ লিগে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরবর্তী ঠিকানা করতে চাইছেন সাবেক বার্সা কোচ।

অবশ্য, ম্যানইউর পক্ষ থেকে গার্দিওলার ব্যাপারে এখনো কোনো আগ্রহ দেখানো হয়নি। তাছাড়া, ২০১৭ সালে রেড ডেভিলসের বর্তমান কোচ লুইস ফন গালের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে গার্দিওলার কথিত আগ্রহে ইংলিশ জায়ান্টরা নড়েচড়ে বসলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

অন্যদিকে, চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে গার্দিওলার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু, অনেক দিন ধরেই বাভারিয়ানদের সঙ্গে তার চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে আছে। সম্প্রতি বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগের জানান, গার্দিওলার নতুন চুক্তির ব্যাপারে তারা উদ্বিগ্ন নয়। এতেই স্প্যানিশ কোচের জার্মানি ছাড়ার গুঞ্জনে বাড়তি হাওয়া লাগে।

সূত্রমতে, গার্দিওলা ইংলিশ লিগের কোচিং করানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আর ম্যানইউ-ই থাকবে তার প্রথম পছন্দ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।