ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

খেলা

ব্যবধান কমালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, নভেম্বর ৩০, ২০১৫
ব্যবধান কমালো জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে জয়ের পর লিগ টেবিলে ব্যবধান কমালো জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়ন দলটির চলতি মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি।

তবে রোববার পালেরমোর বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে পঞ্চম অবস্থানে চলে এসেছে দলটি।

পালেরমোর ঘরের মাঠ স্তাদিও রেনজো বারবেরায় আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। তবে খেলার প্রথমার্ধ দু’দলের বেশ কয়েকটি প্রচেষ্টা থাকলেও কেউই গোলের দেখায় পায়নি।

কিন্তু বিরতির পর জ্বলে ওঠে সফরকারী ফুটবলাররা। ম্যাচের ৫৪ মিনিটে মারিও মানজুকিচের গোলে লিড নেয় জুভিরা। আর ম্যাচের অন্তিম সময়ে স্টেফানো স্টুরারো ও সিমিওন জাজার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মাস্যিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এ জয়ের ফলে টানা চার ম্যাচে জয় পেল জুভেন্টাস। বর্তমানে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম দলটি। শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।