ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত ‍আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত ‍আগুয়েরো সার্জিও আগুয়েরো / ছবি: সংগৃহীত

ঢাকা: সাউদাম্পটনের বিপক্ষে শনিবারের (২৮ নভেম্বর) ম্যাচে ইনজুরি আক্রান্ত হন সার্জিও আগুয়েরো। তখনই পরবর্তী ম্যাচে তার মাঠে নামা নিয়ে সংশয় জাগে।

তবে কী শঙ্কাটাই সত্যিতে রুপান্তর হচ্ছে! একটি সূত্রমতে এমন ইঙ্গিতই পাওয়া গেছে। জানা যায়, ম্যানচেস্টার সিটির হয়ে পরবর্তী দু’টি ম্যাচে আগুয়েরোর মাঠে নামা অনিশ্চিত।

এর মধ্যে প্রিমিয়ার লিগসহ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ রয়েছে। আগামী শনিবার (৫ ডিসেম্বর) স্টোক সিটির মুখোমুখি হবে ম্যানসিটি। আর চ্যাম্পিয়নস লিগে ৮ ডিসেম্বর (মঙ্গলবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির বুরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্টরা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে সন্ধ্যা পৌনে ৭টা ও দিবাগত রাত পৌনে ২টায়।

আগুয়েরোর ইনজুরির রাতে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারায় সিটিজেনরা। যদিও ম্যানসিটির হয়ে গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা। অ্যাঙ্কেল সমস্যায় ভুগে ম্যাচের ৬৪ মিনিটে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার।

ইনজুরির কারণে আগুয়েরো কতদিন মাঠের বাইরে থাকবেন এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনো কোনো বিবৃতি দেয়নি। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে ব্লিচার রিপোর্ট।

চলতি মৌসুমে ইনজুরি যেন আগুয়েরোর নিত্যদিনের সঙ্গী! হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিটিজেনদের হয়ে ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন। এখন পর্যন্ত ম্যানসিটির জার্সি গায়ে ১৪টি লিগ ম্যাচের মধ্যে ৯টিতে মাঠে নামেন গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (২৬টি)।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।