ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

খেলা

ডি ব্রুইনের জোড়ায় সেমিতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, ডিসেম্বর ২, ২০১৫
ডি ব্রুইনের জোড়ায় সেমিতে ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: হাল সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ইনজুরি আক্রান্ত সার্জিও আগুয়েরোর অভাবটা যেন বুঝতেই দেননি কেভিন ডি ব্রুইন।

২৪ বছর বয়সী এ বেলজিয়ান উইঙ্গার করেন জোড়া গোল।

ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরু থেকেই চিরচেনা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ম্যানসিটি। লিড নিতেও খুব একটা দেরি করেনি স্বাগতিকরা। ১২ মিনিটে আইভরিকোস্ট স্ট্রাইকার উইলফ্রেড বনি গোল উৎসবের সূচনা করেন। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ব্যবধান বাড়াতে মরিয়া হলেও হাল সিটির ডিফেন্স দেয়াল ভাঙতে সিটিজেনদের ঘাম ঝড়াতে হয়। ৮০ মিনিটের মাথায় দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে তাদের অপেক্ষার অবসান ঘটে। ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংয়ের পাসে বল জালে জড়ান ১৯ বছর বয়সী উদীয়মান নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহিয়ানাচো।

এরপর আর স্বাগতিকদের রুখতে পারেনি ভিজিটররা। ৮২ ও ৮৭ মিনিটে দুই গোল আদায় করে ৪-০ গোলের লিড এনে দেন ডি ব্রুইন। ইনজুরি সময়ের শেষ মিনিটে হাল সিটির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন অ্যান্ড্রু রবার্টসন।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।