ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিবিসি’র গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বিবিসি’র গোলে রিয়ালের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: করিম বেনজেমা, গ্যারেথ বেল আর ক্রিস্টিয়ানো রোনালদোর (বিবিসি) গোলে লা লিগায় বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেওয়া গেটাফেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল।



দলের হয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় রিয়াল। প্রথম গোলটি করেন বেনজেমা। পেপের দারুণ পাসকে কাজে লাগিয়ে শট নেন বেনজেমা। প্রায় দুই মাস পর গোলের দেখা পেলেন ফরাসি এ তারকা। ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।

ম্যাচের ১৬তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন বেনজেমার। গ্যারেথ বেলের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন তিনি। ৩৫ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোল করেন ওয়েলস তারকা বেল। এর তিন মিনিট পর টনি ক্রুসের সাহায্য নিয়ে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

বিরতির পর রিয়াল কোনো গোলের দেখা না পেলেও একমাত্র গোলের দেখা পায় গেটাফে। অতিথিদের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্সিজ রুয়ানো। ৭০ মিনিটের মাথায় ব্যবধান কমায় গেটাফে।

এ জয়ের ফলে ১৪ ম্যাচে রিয়ালের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৩০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।