ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অঘটনের শিকার লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
অঘটনের শিকার লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হয়েছে লিভারপুল। দুর্বল নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে দলটি।

মার্টিন স্কারটেলের আত্মঘাতি গোলের পর জর্জিনিও উইজনালদামের শেষ মুহূর্তের শটে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসেল।

নিউক্যাসেলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে রোববার আতিথিয়েতা নিতে যায় লিভারপুল। তবে নতুন কোচ ইয়ুর্গান ক্লপের অধীনে ম্যাচের কোন রকম আধিপত্যই বিস্তার করতে পারেনি অল রেডস খ্যাত দলটি।

খেলার ৬৯ মিনিটে লিভারপুল ডিফেন্ডার স্কারটেল বল রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান। ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে (৯৩ মিনিট) উইজনালদামের দুর্দান্ত এক গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসেল।

নিউক্যাসেলের জন্য এ জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। লিগে ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দলটির বর্তমান অবস্থান ১৮। এ ম্যাচ জয়ের ফলে অন্তত রেলিগেশনের খরা থেকে এ যাত্রা উতরে গেছে দলটি। অন্যদিকে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।