ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উড়ন্ত জয় পেল ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
উড়ন্ত জয় পেল ইন্টার মিলান ছবি : সংগৃহীত

ঢাকা: নাপোলির বিপক্ষে হারের পর টানা দ্বিতীয় জয় তুলে নিল দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিলান। আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির জোড়া গোলের সুবাদে উদিনেসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার।

সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও অক্ষুন্ন রাখল আঠার বারের চ্যাম্পিয়নরা।

গত ১ ডিসেম্বর নাপোলির মাঠে ২-১ গোলে হার মানে ইন্টার। পরেই ম্যাচেই তারা জেনোয়ার বিপক্ষে ন্যুনতম ব্যবধানের (১-০) জয়ে স্বরুপে ফেরে। আর উদিনেসকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারাটা অব্যাহত রাখল রবার্তো মানচিনির শিষ্যরা।

উদিনেসের মাঠে খেলা শুরুর ২৩ মিনিটের মাথায় গোল উৎসবের সূচনা করেন ইকার্দি। আট মিনিট পরই ইন্টারের হয়ে লিড দ্বিগুন করেন স্ট্রাইকার স্টিভান জোভেটিক। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থেকেও আর ম্যাচে ফিরতে পারেনি উদিনেস।

নির্ধারিত সময়ের সাত মিনিট আগে নিজের জোড়া গোল আদায় করেন ইকার্দি। তিন মিনিট পরই উদিনেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিক। ম্যাচ শেষে স্বাগতিকদের হতাশার বিপরীতে দাপুটের জয়ের উচ্ছ্বাস নিয়ে ‍মাঠ ছাড়েন ইকার্দি-জোভেটিক-ফিলিপে মেলোরা।

পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচ শেষে ১১ জয়, তিন ড্র ও দুই পরাজয়ে শীর্ষে থাকা ইন্টারের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৮ পয়েন্টে পনের নম্বরে উদিনেস। এক ম্যাচ করে কম খেলে দুই থেকে চার নম্বরে যথাক্রমে ফিওরেন্তিনা (৩২), নাপোলি (৩১) ও রোমা (২৮)।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।