ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সাকে হারানো সম্ভব: স্কলারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বার্সাকে হারানো সম্ভব: স্কলারি

ঢাকা: ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চিনের ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডে টাওবাও’র বিপক্ষে লড়বে বার্সেলোনা। আর গুয়াংঝোর কোচ হিসেবে লুইজ ফিলিপ স্কলারি থাকায় বেশ হিসেব-নিকেশ করেই নামতে হচ্ছে ট্রেবল জয়ী বার্সাকে।

সেই সঙ্গে কাতালানদের হারানোর হুঙ্কারও দিয়ে রাখলেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী কোচ স্কলারি।

রোববার (১৩ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে চাইনিজ ক্লাব গুয়াংঝো। আর এরই সঙ্গে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ চারের লড়াই নিশ্চিত করে দলটি।

এ প্রসঙ্গে স্কলারি বলেন, ‘ফুটবল ৯০ মিনিটের খেলা। আর আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চেয়েছি। ক্লাব আমেরিকা অনেক বড় দল। আমরা তাদের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পেয়েছি। আর এ জয়ের ধারাবাহিকতা আমরা বার্সার বিপক্ষেও ধরে রাখতে চাই। জয় অসম্ভব কিছু না। ’

নাগাই স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর ট্রেবল জয়ী বার্সার মুখোমুখি হবে স্কলারির এভারগ্রান্ডে।

এর আগের দিন প্রথম সেমিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামবে জাপানিজ ক্লাব সানফ্রেচ্চে হিরোশিমা।

** সেমিতে বার্সার প্রতিপক্ষ স্কলারির গুয়াংঝো

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।