ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঘুষ কেলেঙ্কারিতে বিতর্কিত জার্মান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ঘুষ কেলেঙ্কারিতে বিতর্কিত জার্মান ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মান ফুটবল ফেডারেশনের ওপর ভয়াবহ এক অভিযোগ এনেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ২০০৬ বিশ্বকাপের জন্য ভোট পেতে কলঙ্কিত সাবেক ফিফা ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে ঘুষ দেয় জার্মানি।



সংবাদ মাধ্যমগুলোর দাবি ত্রিনিদাদ ও টোবাগোর ওয়ার্নারকে ২ লাখ ৪০ হাজার ডলার দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বকাপের সবচেয়ে দামি ১ হাজার টিকিট এবং ক্যারিবীয়ান ফুটবলের জন্য চল্লিশ লাখ ডলার মূল্যের সরঞ্জামের প্রতিশ্রুতি সহ চুক্তি করেছিল জার্মান ফুটবল সংস্থা।

এদিকে এমন ঘটনা মেনে নিয়ে জার্মান ফুটবল কর্মকর্তারা দাবি করেছেন, ওটা শুধুমাত্র প্রাথমিক একটি খসড়া ছিল। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি। অন্যদিকে ঘুষ কাণ্ডে বায়ার্ন মিউনিখ ক্লাব ও এর প্রেসিডেন্ট ফ্রেঞ্জ বেকেনবাওয়ারও যুক্ত ছিলেন বলেও দাবি সংবাদ মাধ্যমগুলোর।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।