ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডাকাতদের হামলায় ফুটবল কর্মকর্তা নিহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ডাকাতদের হামলায় ফুটবল কর্মকর্তা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ান ফুটবল কর্মকর্তা ইব্রাহিম আবু-বকর ডাকাতদের হামলায় নিহত হয়েছেন। তিনি নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের হেড অব প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দেশটির রাজধানী আবুজায় নিজের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আবুজায় সে বাড়িতে তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করছিলেন ইব্রাহিম।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এ ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে। সুপার ঈগলদের মিডিয়া অফিসার ইবিতোয়ি এ ঘটনাকে ‘জঘন্য’ ঘটনা বলে উল্লেখ্য করেছেন।

মর্মান্তিক এ ঘটনার পর আফ্রিকান নেশনস চ্যাম্পিয়ন লিগে অ্যাঙ্গোলার বিপক্ষে নাইজেরিয়ার প্রীতি ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।