ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

শীতার্ত মানুষের পাশে এমিলি-সোহেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শীতার্ত মানুষের পাশে এমিলি-সোহেল ছবি: সংগৃহীত

ঢাকা: ভালো কাজ দিয়ে বছর শুরু করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, গোলরক্ষক শহীদুল ইউসুফ সোহেল। ০১ জানুয়ারি রাতে ‘সাপোর্টারস অব বাংলাদেশ ফুটবল’ (এসবিএফ) এর উদ্যোগে রাজধানীর কাওরান বাজারে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন তারা।



এ সময় তাদের সঙ্গে ছিলেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সেখানে ‘সাপোর্টারস অব বাংলাদেশ ফুটবল’ (এসবিএফ)-এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জাহিদ হাসান এমিলি বলেন, ‘এসবিএফ বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করছে, এটা ফুটবলের জন্য ইতিবাচক একটা দিক। তাদের এই উদ্যোগটিও প্রশংসনীয়। এই কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। ’
 
জাতীয় দলের গোলরক্ষক শহীদুল ইউসুফ সোহেল জানান, ‘শীতার্তদের মুখে হাসি দেখে আমার মন ভরে গেছে। সামনে বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো খেলার মাধ্যমেও আমরা সবার মুখে হাসি ফোটাতে চাই। ’

গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘বছরের প্রথম দিনটি এমন একটি কাজ দিয়ে শুরু করতে পারা সত্যিই ভালো লাগার মতো ব্যাপার। আমাদের সবারই উচিত নিজেদের অবস্থান থেকে শীতার্ত মানুষদের সহায়তা করা। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।