ঢাকা: নতুন বছরের শুরুতেই আরেকটি বর্ষ সেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি। পুরস্কারের তালিকায় মেসি এবারে যোগ করলেন ‘ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার’।
এর আগে ২০০৯, ২০১১ ও ২০১২ সালে ‘ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন মেসি। তার চেয়ে বেশি কেউ এ পুরস্কার নিজের করে নিতে পারেননি।
২০১৫ সালে ক্লাবকে পাঁচটি শিরোপা জেতানো মেসি আর্জেন্টাইন দলপতি হিসেবে গত বিশ্বকাপে দেশকে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। কোপা আমেরিকার ৪৪তম আসরেও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে।
রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে এ পুরস্কার জিতেছিলেন। তিনবার এই অ্যাওয়ার্ড জয়ের রেকর্ড রয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোর।
১৯৮২ সাল থেকে ওয়ার্ল্ড সকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয় সেরা খেলোয়াড়, কোচ এবং দল।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর