ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হার দিয়ে বছর শুরু লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
হার দিয়ে বছর শুরু লিভারপুলের ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ মিডফিল্ডার মিচাইল অ্যান্তোনিও আর স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোলের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হার দিয়ে বছর শুরু করলো অলরেডস খ্যাত লিভারপুল। এ দুই গোলদাতার স্কোরেই জয় তুলে নেয় স্বাগতিক হিসেবে খেলতে নামা ওয়েস্টহাম।



২০ ম্যাচ থেকে লিভারপুলের অর্জন থমকে দাঁড়ালো ৩০ পয়েন্টে। টেবিলের তালিকাতে নেমে যায় আট নম্বরে।

ম্যাচের দশম মিনিটের মাথায় লিড নেয় ঘরের মাঠে খেলতে নামা ওয়েস্টহাম। লন্ডনের বোলিন গ্রাউন্ডে উপস্থিত প্রায় ৩৫ হাজার দর্শককে উল্লাসে মাতিয়ে গোল করেন ২৫ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার অ্যান্তোনিও। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়েস্টহাম।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ক্যারোল। মার্ক নোবেলের অ্যাসিস্ট থেকে গোল করেন ২৬ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।

ম্যাচের বাকি সময়ে জার্গেন ক্লপের লিভারপুল শিষ্যরা গোল শোধ করতে পারেনি। ফলে, ২-০ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিয়ে আতিথ্য নেওয়া অলরেডসরা মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।