ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

জয়ে শুরু চেলসির নতুন বছর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, জানুয়ারি ৩, ২০১৬
জয়ে শুরু চেলসির নতুন বছর

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জিতে নতুন বছর শুরু করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। হোসে মরিনহোকে বরখাস্ত করে ডাচ কোচ গাস হিডিংকসের অধীনে এটি ব্লুজদের প্রথম জয়।

ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গত আগস্টে লিগের প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল চেলসি। দ্বিতীয় লেগের এ ম্যাচে ব্লুজদের হয়ে গোল করেন অস্কার, উইলিয়ান আর দিয়েগো কস্তা।

ম্যাচের ২৯ মিনিটের মাথায় প্রথম লিড নেয় চেলসি। দলকে এগিয়ে নেন ব্রাজিল তারকা অস্কার। তার গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

বিরতির পর ম্যাচের ৬০ মিনিটের মাথায় ব্রাজিলের আরেক চেলসি তারকা উইলিয়ান গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৬৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন দিয়েগো কস্তা। এই স্কোরেই বাকি সময় পার করে ব্লুজরা ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এ জয়ের ফলে চেলসির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৩। ২০ ম্যাচ খেলা ব্লুজদের টেবিলে অবস্থান চতুর্দশ।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।