ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্সেনাল, ম্যানইউ ম্যাচে ছিটকে গেলেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
আর্সেনাল, ম্যানইউ ম্যাচে ছিটকে গেলেন কুতিনহো ফিলিপ্পে কুতিনহো

ঢাকা: আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দু’টিতে ফিলিপ্পে কুতিনহোকে পাচ্ছে না লিভারপুল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

একই কারণে ডিফেন্ডার ডিজান লোভরেনও দলের বাইরে থাকবেন।

অ্যানফিল্ডে আগামী বুধবার (১৩ জানুয়ারি) ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। চারদিন পরই (রোববার) ম্যানইউর বিপক্ষে মাঠে নামবে অল রেডসরা। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে দিবাগত রাত ২টা ও রাত ৮টা পাঁচ মিনিটে।

দু’দিন আগে স্টোক সিটির বিপক্ষে ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনাল (১ম লেগ) ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে মাঠ ছাড়েন কুতিনহো (১৮ মিনিটে) ও  লোভরেন (৩৪)। জানা যায়, অল রেডসদের প্লে-মেকার কুতিনহোকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

এক সাক্ষাৎকারে লিভারপুল কোচ ইয়োর্গেন ক্লপ বলেন, ‘লোভেরেনের চেয়ে কুতিনহোর ইনজুরি গুরুতর। আর্সেনালের বিপক্ষে দু’জনের কেউই খেলতে পারবে না। আশা করছি, ম্যানইউ ম্যাচের পর ফিটনেস ফিরে পাবে লোভরেন। তবে কুতিনহোর সেরে উঠতে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ’

প্রসঙ্গত, কুতিনহো-লোভরেনকে ছাড়াই এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এক্সটার সিটির মুখোমুখি হচ্ছে লিভারপুল। শুক্রবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত ‍রাত ১টা ৫৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ার ০৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।