ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গ্যালারিতে দর্শকের ভিড় বাড়ছে

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
গ্যালারিতে দর্শকের ভিড় বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখতে শেষ মুহূর্তে দর্শকরা টিকেট কিনেছেন। শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকেই দর্শকরা গ্যালারিতে ঢুকতে শুরু করেন।

তবে জুমার নামাজের পর স্টেডিয়ামের প্রবেশপথ গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সরেজমিনে গিয়ে দর্শকদের সাথে কথা বলে জানা যায়, যশোর স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করায় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। নিজেদের এলাকায় (যশোর স্টেডিয়ামে) খেলা দেখতে পাওয়াকে ভ্যাগ্যের ব্যাপার বলেও মনে করছেন তারা।

যশোরের ক্রীড়া ব্যক্তিত্বদের আশা, গোল্ডকাপের চারটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হওয়ার দাবিটা আরও জোরালো হবে।

এদিকে, টুর্নামেন্টকে কেন্দ্র করে যশোর স্টেডিয়াম এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া টুপি, ফিতাসহ বিভিন্ন দোকান বসেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।