ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুর্দান্ত শুরুতে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
দুর্দান্ত শুরুতে এগিয়ে বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে দুপুর দুইটা ৫০ মিনিটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে রয়েছে।



কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়ামে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের জার্সিধারী স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচের ১৮তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। শাখাওয়াত হোসেন রনির গোলে এগিয়ে যায় মারুফুল হকের দলটি। তবে, দুই মিনিটের ব্যবধানে সমতায় ফেরে শ্রীলঙ্কা। স্বাগতিকদের রক্ষনের ভুলে পেনাল্টি লাভ করে লঙ্কানরা। তাতে গোল করে সমতায় ফিরলেও দুই মিনিটের মাথায় মামুনুলের কর্ণার থেকে ২২ মিনিটের মাথায় ইয়াসিন খান গোল করেন। ফলে, আরেকবার এগিয়ে যায় লাল সবুজরা।

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যশোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেছিল বাংলাদেশের সঙ্গে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই দল সর্বশেষ মুখোমুখি হয় গত বছর বঙ্গবন্ধু কাপে, সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।

০৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচ ছাড়াও ৯ জানুয়ারি মালয়েশিয়া ও নেপাল, ১০ জানুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাহরাইন এবং ১১ জানুয়ারি মালদ্বীপ ও কম্বোডিয়ার মধ্যকার ম্যাচ যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।