যশোর: যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে দুপুর দুইটা ৫০ মিনিটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে রয়েছে।
কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়ামে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের জার্সিধারী স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে গোল করেছেন শাখাওয়াত হোসেন রনি, ইয়াসিন খান ও নাবিব জীবন।
শুরু থেকেই প্রতিপক্ষের শিবিরে কাঁপন ধরায় বাংলাদেশ। নিজেদের মাঝে দেওয়া-নেওয়ার মধ্যদিয়ে আক্রমণ রচনা করে লাল সবুজরা। ম্যাচের ১৮তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। শাখাওয়াত হোসেন রনির গোলে এগিয়ে যায় মারুফুল হকের দলটি। তবে, দুই মিনিটের ব্যবধানে সমতায় ফেরে শ্রীলঙ্কা। স্বাগতিকদের রক্ষনের ভুলে পেনাল্টি লাভ করে লঙ্কানরা। তাতে গোল করে সমতায় ফিরলেও দুই মিনিটের মাথায় মামুনুলের কর্ণার থেকে ২২ মিনিটের মাথায় ইয়াসিন খান গোল করেন। ফলে, আরেকবার এগিয়ে যায় লাল সবুজরা।
ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলের সম্ভাবনা জাগিয়ে তোলে। তবে, মামুনুলের দুর্বল শটটি ঝাঁপিয়ে পড়ে রুখে দেন লঙ্কান গোলরক্ষক। ৩৩ মিনিটের মাথায় আবারো মাঝমাঠের দারুণ বোঝাপড়ায় গোলের সম্ভাবনা জাগিয়ে তোলে স্বাগতিকরা। নাসিরকে লক্ষ্য করে মাঝমাঠ থেকে লঙ্কানদের ডি-বক্সে বল বাড়ান রনি। তবে, গোলবারের ঠিক আগ মুহূর্তে পৌঁছেও বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় নাসির গোল বঞ্চিত হন। সঙ্গে গোলবঞ্চিত হয় মারুফুল হকের বাংলাদেশ।
৩৪ মিনিটের মাথায় জাহিদ কিছুটা আহত হয়ে মাঠ ত্যাগ করেন।
বল নিজেদের আয়ত্বে রেখে আর মাঝমাঠ গুছিয়ে দারুণ খেলতে থাকে বাংলাদেশ। তবে, সঙ্গে নিজেদের রক্ষণভাগও আগলে রাখে। ম্যাচের ৩৯ মিনিটে দর্শকে ভরা স্টেডিয়ামে আবারো উল্লাস দেখা যায়। মাঝমাঠ থেকে মামুনুলের লম্বা পাসে বল পান রনি। সেখানে থেকে আবারো মামুনুলের পা থেকে বল চলে যায় লঙ্কান ডি-বক্সে। জামাল ভূঁইয়া-ওয়ালি ফয়সালের দারুণ বোঝাপড়ায় পুনরায় বল পান রনি। তবে, তার জোরালো শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়।
৪২ মিনিটে সোহেল রানাকে দুরন্ত গতিতে বল নিয়ে ঢুকতে দেখে লঙ্কান রক্ষণের এক ফুটবলার হাত দিয়ে বল থামিয়ে দেন। হলুদ কার্ডও দেখতে হয় তাকে। ফলে, পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে বাংলাদেশ ফ্রি-কিক আদায় করে। সোহেল রানার নেওয়া ফ্রি-কিকে পায়ের আলতো টোকায় শ্রীলঙ্কার জালে বল জড়িয়ে দেন নাবিব জীবন। ফলে, ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশ লিড নেয় ৩-১ গোলের।
ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল না হয়ে এই স্কোরেই বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ।
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যশোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেছিল বাংলাদেশের সঙ্গে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই দল সর্বশেষ মুখোমুখি হয় গত বছর বঙ্গবন্ধু কাপে, সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।
০৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচ ছাড়াও ৯ জানুয়ারি মালয়েশিয়া ও নেপাল, ১০ জানুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাহরাইন এবং ১১ জানুয়ারি মালদ্বীপ ও কম্বোডিয়ার মধ্যকার ম্যাচ যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর
** দুর্দান্ত শুরুতে এগিয়ে বাংলাদেশ