ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষস্থান পুনরুদ্ধারে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
শীর্ষস্থান পুনরুদ্ধারে নামছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: সবশেষ ডার্বি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে কোপা ডেল রে’র ম্যাচে জয় পাওয়া আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বার্সেলোনা ঘরের মাঠে ক্যাম্প ন্যুতে স্প্যানিশ লা লিগায় মাঠে নামবে গ্রানাডার বিপক্ষে। লা লিগার চলতি আসরে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাইলে এ ম্যাচটি জিততে হবে কাতালানদের।



শনিবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে বার্সা-গ্রানাডা ম্যাচটি।

চলতি বছর এখনও লা লিগায় কোনো জয় নেই কাতালানদের। ফলে, এসপানিওলের বিপক্ষে ৪-১ গোলের জয় পাওয়া বার্সা পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে।

লিগের শেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারানো বার্সা শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। ১৮ ম্যাচে সর্বোচ্চ ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এক ম্যাচ কম খেলা লুইস এনরিকের শিষ্যদের অর্জন ৩৯ পয়েন্ট। ফলে, ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে জয় তুলতে পারলে শীর্ষে উঠবে বার্সা।

এ ম্যাচের আগে গ্রানাডার বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে বার্সা। প্রতিপক্ষ হিসেবে গ্রানাডার বিপক্ষে লিগের ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে বার্সা। লিগের সবশেষ আটটি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতেই জয়ের দেখা পেয়েছে গ্রানাডা। দলটির বিপক্ষে বার্সার আর্জেন্টাইন তারকা মেসি সাত ম্যাচে গোল করেছেন আটটি।

মুখোমুখি সবশেষ ৫ বারের দেখায় বার্সা জয় পেয়েছে চারটি ম্যাচে আর গ্রানাডা জয় পেয়েছে বাকি ম্যাচটিতে। ২০১৪ সালের ডিসেম্বরে কাতালানদের ১-০ গোলে হারিয়েছিল গ্রানাডা। নিজেদের খেলা সবশেষ ৫ ম্যাচে কোনো পরাজয় নেই বার্সার। অপরদিকে দুটি জয়ের বিপরীতে গ্রানাডা হেরেছে বাকি তিনটি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।