ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির ব্যালন ডি’অরে থাকবেন না এনরিক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
মেসির ব্যালন ডি’অরে থাকবেন না এনরিক! ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি জেতার অন্যতম ফেভারিট লিওনেল মেসি। তবে ২০১৫ ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিক।

এক ঘোষণায় তিনি এমনটিই নিশ্চিত করেছেন। অথচ, বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে এনরিক নিজেও ফেভারিট তকমা পেয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) সুইজারল্যান্ডের জুরিখে জমকালো ফিফা ব্যালন ডি’অর গালার (উৎসব বা অনুষ্ঠানের) পর্দা উঠবে। মেসির সঙ্গে বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। অন্যদিকে, সেরা কোচের আসনে বসতে এনরিকের দুই প্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলা ও চিলির কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলি।

গ্রানাডার বিপক্ষে শনিবারের ম্যাচে (৯ জানুয়ারি) বার্সার উড়ন্ত জয় শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে না থাকার ঘোষণা দেন এনরিক। মেসির  হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলের দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পুনরুদ্ধার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এররিক বলেন, ‘আমি ব্যালন ডি’অর গালায় অংশ নিচ্ছি না। ’ আর মেসির পারফরম্যান্স প্রসঙ্গে তার ভাষ্য, ‘মেসি একজন অনন্য খেলোয়াড়। তার মতো কেউই হতে পারবে না। দলের লক্ষ্যই থাকে বছরের পর বছর তাকে প্রেরণা দিয়ে যাওয়া। ’

এদিকে, একটি সূত্রমতে জানা যায়, শুধুমাত্র এনরিকই নন, বায়ার্ন কোচ গার্দিওলাসহ দলের খেলোয়াড়রাও এ অনুষ্ঠানে থাকছেন না। তবে তাদের ব্যালন ডি’অর গালা মিস করার কারণ জানা যায়নি। আর ঠিক কী কারণে এনরিক এতে থাকবেন না তাও স্পষ্ট নয়। বলা বাহুল্য, কোচের অনুপস্থিতিতেই নিজের পঞ্চম ব্যালন হাতে নিতে যাচ্ছেন মেসি!

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।