ঢাকা: বায়ার্ন মিউনিখ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কি। এতেই নড়েচড়ে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো ইংলিশ জায়ান্টরা।
সূত্রমতে, ক্যারিয়ারের স্বার্থে ক্লাব পরিবর্তন করার চিন্তাভাবনা করছেন ২৭ বছর বয়সী লেভানডফস্কি। আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে ইতোমধ্যেই নাকি ৭০ মিলিয়ন পাউন্ড দর হাঁকানোর প্রস্তুতি সেরে রেখেছে ম্যানইউ, ম্যানসিটি ও চেলসি।
এর আগে ২০১৪ সালে বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার আগেও লেভানডফস্কিকে দলে টানতে ব্যাপক আগ্রহী ছিল ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো। উল্লেখ্য, বাভারিয়ানদের সঙ্গে পাঁচ বছরের চুক্তির প্রথম মৌসুমে (২০১৪-১৫) সব মিলিয়ে ৪৯ ম্যাচে ২৫টি গোল করেন লেভা। আর চলতি মৌসুমে তো গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন পোলিশ তারকা। ২৬ ম্যাচে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ২৩ বার।
এদিকে, ইংলিশ জায়ান্টদের একক আধিপত্য দেখানোর সুযোগ থাকছে না। জানা যায়, লেভানডফস্কিকে ‘ছিনিয়ে’ আনতে দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও প্রস্তুত। তবে কী গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন ট্রান্সফার রেকর্ড গড়তে যাচ্ছেন লেভা!
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএম