ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কম্বোডিয়া-মালদ্বীপ ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কম্বোডিয়া-মালদ্বীপ ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের কম্বোডিয়া-মালদ্বীপ ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচটিতে টিকিট ছাড়াই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।



যশোর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দর্শকদের উপহার হিসেবে কম্বোডিয়া-মালদ্বীপ ম্যাচটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজক কমিটির সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম পর্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ভেন্যু হিসেবে নির্বাচন করা যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে ১২ হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকলেও গত তিনটি ম্যাচে তিন হাজারের বেশি দর্শক হয়নি। স্থানীয়দের অভিযোগ, টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষের প্রচার-প্রচরণা না করার কারণে দর্শক হয়নি। এছাড়াও আগে ভাগেই টিকিট বিক্রি না করায় দর্শক হয়নি।

তবে এ ব্যাপারে ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, আয়োজক কমিটি অগ্রিম টিকিট না পাঠানোর কারণে তারা বিক্রি করতে পারেনি। এছাড়াও ম্যাচের আগেরদিন যে টিকিট পাঠানো হয়েছে, তাতেও ভুল থাকায় টিকেট বিক্রি করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।