ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কম্বোডিয়ার লক্ষ্য শিরোপা, ভালো খেলতে চায় মালদ্বীপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কম্বোডিয়ার লক্ষ্য শিরোপা, ভালো খেলতে চায় মালদ্বীপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজ নিজ দলের পক্ষে জয় দিয়ে শুভসূচনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মালদ্বীপ ও কম্বোডিয়া দলের কোচ। রোববার (১০ জানুয়ারি) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে ম্যাচ পূর্ব প্রেসব্রিফিংয়ে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।



প্রেসব্রিফিংয়ে বিশ্বকাপ কোয়ালিফাইড কম্বোডিয়ার কোচ মিস্টার চ্যাং বলেন, আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চাই। তাই প্রথম ম্যাচটিতে জিততেই হবে। ছেলেদের প্রস্তুতি বেশ ভালো। তারা মাঠে নেমে ভালো কিছুই এনে দেবে বলে আশা করছি। কারণ, আমাদের দলে ৭ জন বিশ্বকাপ কোয়ালিফাইড খেলোয়াড় আছে। মালদ্বীপের বিপক্ষে তারা জয়ের জন্যই খেলবে, সে ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। তারপরও আমরা মালদ্বীপকে খাটো করে দেখছি না।

পরে একইস্থানে সংবাদ সম্মেলনে মালদ্বীপ দলের কোচ রিকি লয়েড হারবার বলেন, ‘জয়ের প্রস্তুতি নিয়েই আমরা মালদ্বীপ থেকে বাংলাদেশে এসেছি। তবে কম্বোডিয়ার বিপক্ষে জেতাটা খুব সহজ হবে না। ছেলেরা কিছু না হলেও, অন্ততপক্ষে ভালো খেলবে বলে আমি বিশ্বাস করি। সেই প্রত্যয় নিয়েই সোমবার (১১ জানুয়ারি) কম্বোডিয়ার সাথে লড়বে তারা। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।