ঢাকা: খেলোয়াড়ি জীবনেই রিয়াল মাদ্রিদের কিংবদন্তিতে পরিণত হন। এবার গ্যালাকটিকোদের কোচ হিসেবে জিনেদিন জিদানের পথচলা শুরু।
গত সোমবারই (৪ জানুয়ারি) রাফা বেনিতেজকে সরিয়ে জিদানকে কোচের পদে নিযুক্ত করেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। দায়িত্ব পেয়েই লস ব্লাঙ্কসদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেন ফ্রেঞ্চ কিংবদন্তি।
কোচ হিসেবে দেপোর্তিভো লা করুণার বিপক্ষে কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই ৫-০ গোলের দাপুটে জয় পান জিদান। গ্যারেথ বেলের হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোলের উল্লাসে মাতেন করিম বেনজেমা। অবশ্য, রিয়ালের ‘গোলমেশিন’ খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো গোলের দেখা পাননি। সে যাই হোক, কোচ জিদানের শুরুটা তো দুর্দান্তই হলো।
সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের ক্লাব শপে সাবেক মিডফিল্ডার ও বর্তমান কোচের নামে আইকনিক পাঁচ নম্বর জার্সি উন্মুক্ত করে রিয়াল। পুরো শপটিই এ জার্সিতে পরিপূর্ণ হয়ে যায়। ভক্ত-সমর্থকরাও প্রিয় তারকার আইকনিক জার্সিটি কিনতে যেন হুমড়ি খেয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০০৬ সালে রিয়ালের হয়ে প্রফেসনাল ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন ৯৮’র বিশ্বকাপ জয়ী জিদান। ২০০১ থেকে ২০০৬। এ পাঁচ মৌসুমে গ্যালাকটিকোদের পাঁচ নম্বর জার্সি গায়ে দাপিয়ে বেড়ান মাঝমাঠ থেকে আক্রমণভাগ। সব মিলিয়ে ২২৫ ম্যাচে ৪৯টি গোল করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ মিডফিল্ডার।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএম