ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্সেনাল ছেড়ে চেলসিতে সানচেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আর্সেনাল ছেড়ে চেলসিতে সানচেজ! ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুম শেষেই নতুন কোচ নিয়োগ দেবে চেলসি। এ তালিকায় ব্লুজদের পছন্দের তালিকায় ‍অন্যতম চিলির কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলি।

তবে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমানোর প্রস্তাবে একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি। চেলসির মালিক রোমান ‍আব্রামোভিচকে বলে দিয়েছেন, আর্সেনাল থেকে আলেক্সিস সানচেজকে দলে ভেড়ালেই কোচ হতে রাজি হবেন। একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

তবে কী গ্রীষ্মকালীন দলবদলের বাজারে চিলিয়ান ফরোয়ার্ড সানচেজকে দলে টানতে উঠেপড়ে লাগবে চেলসি? হলেও হতে পারে। কেননা, সাম্পাওলিকে কোচ হিসেবে পেতে অনেকটা মরিয়া ইংলিশ চ্যাম্পিয়নরা! প্রসঙ্গত, হোসে মরিনহোকে বরখাস্তের পর দ্বিতীয় মেয়াদে ব্লুজদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন গাস হিডিঙ্ক। ২০১৫-১৬ মৌসুম শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে।

কিন্তু, সাম্পাওলির শর্ত পূরণ করাটা চেলসির জন্য এক দুরূহ মিশনই বটে। কারণ, লোভনীয় ট্রান্সফার ফি’র প্রস্তাব পেলেও দুর্দান্ত ফর্মে থাকা দলের অন্যতম সেরা তারকাকে কী ছাড়তে চাইবে গানাররা? আর সানচেজ নিজেই রাজি হবেন কিনা সেটিও তো দেখার বিষয়।

এদিকে, ফিফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে থাকলেও বার্সেলোনার ট্রেবল জয়ী কোচ লুইস এনরিকের কাছে হার মানেন সাম্পাওলি। মঙ্গলবার (১১ জানুয়ারি) সুইজারল্যান্ডের জুরিখে ২০১৫ ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বছরের সেরা কোচের ট্রফি জেতেন এনরিক। অবশ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী বার্সা কোচ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার সঙ্গে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা পেপ গার্দিওলাও অনুপস্থিত থাকেন।

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।