ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয় পায়নি চেলসি, ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
জয় পায়নি চেলসি, ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগে জায়ান্ট দলগুলোর কেউই জয়ের মুখ দেখেনি। নিজেদের সর্বশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পথ ধরে ম্যানচেস্টার সিটিও পয়েন্ট খুঁইয়েছে।

নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। অপর ম্যাচে চেলসিও ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে জয়বঞ্চিত থাকে।

ইনজুরির কারণে মাঠের বাইরে থেকে দলের ড্রয়ের হতাশায় পুড়েন চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। স্ট্যামফোর্ড ব্রিজে দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত ব্লুজদের পয়েন্ট খোঁয়াতে হয়। খেলার শুরুর ২০ মিনিটের মাথায় ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতার গোলে প্রথমে লিড নেয় চেলসি। তবে এর ১৩ মিনিট পরেই ওয়েস্ট ব্রমকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার ক্রেইগ গার্ডনার।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ওয়েস্ট ব্রম ডিফেন্ডার গ্যারেথ ম্যাকওলির আত্মঘাতী গোলের সুবাদে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়ের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেন আইরিশ মিডফিল্ডার জেমস ম্যাকক্লিন।

এদিকে, ইতিহাদ স্টেডিয়ামে নব্বই মিনিটেও গোলের দেখা পায়নি ম্যানসিটি। আগুয়েরো-স্টার্লিং-ডি ব্রুইনরা পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন। পূর্ণ শক্তির দল নিয়েও ঘরের মাঠে সিটিজেনদের পয়েন্ট খোয়াতে হয়। অবশ্য ম্যাচ না জিতলেও পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানটা অক্ষুন্ন রেখেছে সিটিজেনরা।

এখন পর্যন্ত ২১ ম্যাচ শেষে ১২ জয়, চার ড্র ও পাঁচ পরাজয়ে ম্যানসিটির সংগ্রহ ৪০ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্টে ১৪ নম্বরে চেলসি। আর শীর্ষে থাকা আর্সেনালের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে লিচেস্টার সিটি। সমান ৪৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা দুই নম্বরেই থাকছে লিচেস্টার। আর অপর দুই জায়ান্ট দল ম্যানইউ (৩৪) ও লিভারপুল (৩১) যথাক্রমে ষষ্ঠ ও নবম স্থানে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএম/

** লিভারপুলের মাঠে পয়েন্ট খোয়ালো আর্সেনাল
** রুনির জোড়াতেও পয়েন্ট খোয়ালো ম্যানইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।