ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কাঁদছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
কাঁদছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেও দর্শক শূন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি। ভিআইপি একেবারেই ফাঁকা! একমাত্র আবাহনী গ্যালারিতেই হাতে গোনা ১০-১৫ জন দর্শক চিৎকার করে ও হাততালি দিয়ে যতুটুকু পারছেন স্টেডিয়াম গরম রাখার চেস্টা করে যাচ্ছেন।



বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ম্যাচে দর্শক হাহাকারের এ চিত্র চোখে পড়ে।

স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান গাড়িতে ‘এক টিকিটে দুই খেলা’ বলে টিকিট বিক্রির চেস্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু কিসের কী? গ্যালারির টিকিট মাত্র ১০০ ও ভিআইপি গ্যালারির টিকিট ৩০০ টাকা হলেও এদেশের ফুটবল দর্শকরা যেন মুখ ফিরিয়ে নিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই খেলাটি থেকে! বিস্মিত করার মতো আরেকটি বিষয় এ ম্যাচে দর্শক সংখ্যার তুলনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা অনেক বেশি!

স্টেডিয়ামের ম‍ূল গেটে তো বটেই গ্যালারির গেটগুলোতেও যেন দর্শক সংখ্যা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হার মেনেছে!

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক এই টুর্নামেন্টে দর্শক না আসার কারণ জিজ্ঞেস করা হয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তাকে। জবাবে তিনি বলেন, বাংলাদেশের ম্যাচে দর্শক সংখ্যা সব সময়ই বেশি হয়। কিন্তু অন্যান্য দেশ খেললে এমন হাহাকার বেড়ে যায়। এর আগে যশোরে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচে দেখেছি দর্শকরা শুধু বাংলাদেশের খেলা দেখতেই মাঠে আসেন। বাদ বাকি দেশের ম্যাচে গ্যালারি একরকম শূন্যই পড়ে থাকে।

তার কথার রেশ ধরে প্রেসবক্সে বসা এক গণমাধ্যম কর্মী তো বলেই বসলেন, এর চেয়ে শেখ জামাল-আবাহনী ম্যাচে ১০ গুণ দর্শক বেশি হয়।

তাই বলে এমন শূন্য গ্যালারি কে কবে দেখেছে?
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৬/আপডেট: ১৯৪০ ঘণ্টা
এইচএল/এমএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।