ঢাকা: অ্যানফিল্ডের ৪৪ হাজার দর্শক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাইভোল্টেজ ম্যাচই উপভোগ করলেন। আক্রামণ-পাল্টা আক্রমণে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে লিভারপুল ও আর্সেনাল।
পয়েন্ট খোয়ালেও ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের এক নম্বরেই আর্সেনাল। ইনজুরির কারণে এ ম্যাচে গানারদের হয়ে খেলতে পারেননি আলেক্সিস সানচেজ। এদিকে, টটেনহামের বিপক্ষে ১-০ গোলের জয়ে গানারদের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে লিচেস্টার সিটি। সমান ৪৩ পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের শীর্ষে ওঠা হয়নি। আর ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে লিভারপুল।
ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্তো ফিরমিনোর গোলে লিড নেয় লিভারপুল। সমতায় ফিরতেও খুব একটা সময় নেয়নি আর্সেনাল। চার মিনিট বাদেই অ্যারন রামসির গোলে ম্যাচে ফেরে ভিজিটররা। এর পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোলে আবারো স্বাগতিকদের লিড এনে দেন ফিরমিনো।
কিন্তু, ২৫ মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরুদের গোলে দ্রুতই সমতায় ফেরে অার্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বিরতির পর ১০ মিনিট যেতেই জোড়া গোল পূরণ করেন জিরুদ। তাতেই দুইবার পিছিয়ে থাকার পর ৩-২ গোলে এগিয়ে যায় ওজিল-ওয়ালকটরা।
ম্যাচ যখন শেষের দিকে তখনই আর্সেনালের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন জো অ্যালেন। ইনজুরি সময় শুরুর ঠিক আগমুহূর্তে লিভারপুলকে রোমাঞ্চকর ড্র উপহার দিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ২৫ বছর বয়সী এ মিডফিল্ডার। তাই ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএম