ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রেকর্ড ভেঙে ফাইনালে সানিয়া-হিঙ্গিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রেকর্ড ভেঙে ফাইনালে সানিয়া-হিঙ্গিস ছবি : সংগৃহীত

ঢাকা: ২২ বছর আগে ১৯৯৪ সালে গিগি ফার্নান্দেজ এবং নাতাশা জেভেরেভা জুটি টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলেন। সেটি বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভেঙে দিলেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা এবং সুইস তারকা মার্টিনা হিঙ্গিস জুটি।



মেয়েদের দ্বৈতের নাম্বার ওয়ান ইন্দো-সুইস তারকা সানিয়া-হিঙ্গিস জুটির জয়রথ ছুটছেই। সিডনি ইন্টারন্যাশানালে মহিলা ডাবলসের ফাইনালে ওঠার পথে টানা ২৯টি ম্যাচ জিতে রেকর্ড গড়েন এ জুটি।

সেমিফাইনালে রোমানিয়ার রালুকা ওলারু ও কাজাখাস্তানের অরোসলাভা শুভেদভা জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে সানিয়া-হিঙ্গিস জুটি।

প্রথম সেটে ৪-৬ এ হেরে যাওয়া ইন্দো-সুইস জুটি পরের সেটে জয় তুলে নেয় ৬-৩ ব্যবধানে। আর তৃতীয় সেটে ১০-৮ এ জয় নিশ্চিত করে রুদ্ধশ্বাস ম্যাচটি জেতেন তারা। সঙ্গে ফাইনালের টিকিট নিশ্চিত করেন সানিয়া-হিঙ্গিস জুটি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।