ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার তোপের মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ। ক্লাব দুটিকে ফুটবলার কেনা-বেচায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সম্প্রতি একই ধরনের অপরাধ থেকে মুক্ত হয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ২০১৪ সালে একই রকম নিষেধাজ্ঞার মুখে পড়েছিল কাতালানরা।
ফিফা এক বিবৃতির মাধ্যমে জানায়, আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে ১৮ বছরের নিচে থাকা ফুটবলারদের ক্লাবে ভেড়াতে পারবে না।
ফলে, ২০১৭ সালের আগে বয়সভিত্তিক কোনো ফুটবলারকে ক্রয়-বিক্রয় করতে পারবে না দুই স্প্যানিশ ফেভারিট।
ফিফা থেকে জানানো হয়, ক্লাব দুটি তাদের রেজিস্ট্রেশন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ব্যাপারে প্রাসঙ্গিক কিছু বিধান মেনে চলেনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলার কেনা-বেচার নিয়ম লঙ্ঘন করেছে ক্লাব দুটি। যা ফিফা নীতিমালার কয়েকটি ধারা ভঙ্গের সামিল। এ কারণে সংস্থাটির ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৬
এমআর