ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামবে চলতি মৌসুমে ধুঁকতে থাকা চেলসি। অার এ ম্যাচে প্রতিপক্ষের ফুটবলার রোমেলু লুকাকু থাকায় খোদ নিজ দলকেই সতর্ক করে দিলেন কোচ গ্যাস হিডিঙ্ক।
চেলসির সাবেক কোচ হোসে মনিরহো থাকা অবস্থায় দলের মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না লুকাকু। পরে ২০১৪ সালে ২৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এভারটনের কাছে বিক্রি করে দেওয়া হয় বেলজিয়াম তারকাকে।
২২ বছর বয়সী লুকাকু ইতোমধ্যে এভারটনে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। চেলসি কোচ মনে করেন, ব্লুজদের তরুণ ফুটবলার আদান-প্রদানের বিষয়টি আরও উন্নত করা উচিৎ।
হিডিঙ্ক জানান, ‘লুকাকু ভয়ঙ্কর একজন ফুটবলার। আসলে এখানে থাকা অবস্থায় সে কেমন খেলেছে জানি না। তবে কেন তাকে বিক্রি করা হয়েছে আমার বোধগম্য হচ্ছে না। ’
এদিকে এভারটনের পর চেলসিকে লড়তে হবে চলতি মৌসুমে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে। তাই পর পর দুই ম্যাচ হেরে গেলে অবনমনের শঙ্কা আবারও বেড়ে যাবে স্ট্যামফোর্ড ব্রিজের দলের ওপর। বর্তমানে ২১ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে রয়েছে ব্লুজরা।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস