বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাহরাইন। এর আগে, গেল ১৪ জানুয়ারি গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মালদ্বীপ।
শনিবার (১৬ জানুয়ারি) গ্রুপপর্বের শেষ ম্যাচে বাহরাইনের বিপক্ষে শুরু থেকেই একেবারে চাপমুক্ত হয়ে খেলতে থাকে মালদ্বীপ। তবে, চাপমুক্ত হয়ে খেললেও শুরু থেকেই বাহরাইনের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে তারা। দারুণ এক একটি আক্রমণ রচনা করে কাঁপিয়ে তোলে বাহরাইনের রক্ষণভাগ। এমনই এক আক্রমণে প্রথমার্ধের ১৯ মিনিটে ইব্রাহিম আনসারের লো ক্রস থেকে ইমাজ আহমেদের প্লেসিং শটে ১-০ তে লিড নেয় মালদ্বীপ।
ইমাজের গোলে এগিয়ে থেকে অবশ্য থেমে থাকেননি আলী আসাদরা। ৩৬ মিনিটে বল নিয়ে ইয়াশা ইসমাইল বাহরাইন গোলবারের সামনে গিয়ে জোরালো শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে, ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় মালদ্বীপ।
প্রথমার্ধেই পিছিয়ে পড়ে থেমে থাকেনি বাহরাইনও। সনমতায় ফিরতে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু মালদ্বীপ রক্ষণদূর্গের দৃঢ়তায় সেটা না পেরে পিছিয়ে থেকে বিরতিতে যায় কোচ তুর্কি সানাদের দল।
প্রথমার্ধে পিছিয়ে পড়া বাহরাইন দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালে ৫৯ মিনিটে, ফরোয়ার্ড আব্দুল আজিজের ক্রস থেকে আনোয়ার আলীর হেডে ১-১ এ সমতায় ফেরে।
তবে, প্রথমার্ধে আক্রমণের যে তীব্রতা মালদ্বীপ দেখিয়েছে, দ্বিতীয়ার্ধে তার লেশমাত্র পাওয়া যায়নি। হয়তো আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাই। তবে, এগিয়ে যেতে বেশ কয়েকটি আক্রমণ করে এগিয়ে যেতে না পারলেও ড্র করেই সেমিফাইনালে উঠার আনন্দে মাতে বাহরাইন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর