ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

মেসির সঙ্গে ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, জানুয়ারি ১৬, ২০১৬
মেসির সঙ্গে ওয়াসিম আকরাম ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার ফুটবল দলপতি লিওনেল মেসি আর পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে একসঙ্গে দেখা যাবে। টেলিভিশনের পর্দায় একটি চিপসের বিজ্ঞাপনে এ দুই সুপারস্টারকে দেখা যাবে অচিরেই।



২৮ বছর বয়সী মেসি সম্প্রতি বিশ্ব ফুটবলের একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড পঞ্চমবার ব্যালন ডি অর জিতেছেন।

খেলার মাঠে ফর্মের তুঙ্গে থাকা মেসিকে বিজ্ঞাপনে দেখা যায় একটি চিপসের প্যাকেট হাতে নিয়ে গলিপথ ধরে আসছেন। সেখানে একজন চিত্রশিল্পী মেসির ছবি এঁকে দেওয়ার প্রস্তাব করেন। চেয়ারে বসা আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকরকে অন্যদিকে তাকিয়ে থাকতে অনুরোধ করেন চতুর সেই শিল্পী। বার্সেলোনার প্রাণভোমরা যখন ছবির পোজ দিতে অন্যদিকে তাকিয়ে, তখন মেসির অজান্তে তার হাতে থাকা প্যাকেটের সব চিপস খেয়ে ফেলেন সেই ছবি আঁকিয়ে।

পরে বিষয়টি বুঝতে পেরে মেসি হেসে উঠেন। এরপরই দৃশ্যপটে হাজির হন পাকিস্তানের ‘কিং অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম। এবার চিত্রশিল্পীর মতো মেসিও ওয়াসিমকে ঠকানোর পায়তারা করেন।

বিজ্ঞাপনের এই ভিডিওটি ‘ইউটিউব’ এ আপলোড হওয়ার পর একজন তার মন্তব্যে লেখেন, ‘বাঁ-পায়ের জাদুকর এবং বাঁ-হাতের জাদুকর, একজন আর্জেন্টাইন আর দ্বিতীয়জন পাকিস্তানি, একজন ফুটবলার আর অপরজন ক্রিকেটার। তারা দু’জনই আমার ফেভারিট খেলোয়াড়। তাদের দু’জনকেই প্রচুর ভালোবাসি। ’

ভিডিওটি দেখতে:

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।