ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

ফের বার্সায় নোলিতো-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, জানুয়ারি ১৬, ২০১৬
ফের বার্সায় নোলিতো-সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: জানুয়ারির দলবদলে ফের বার্সেলোনায় নাম লেখাতে চলেছেন স্প্যানিশ দুই উঠতি তারকা ফুটবলার নোলিতো এবং ডেনিস সুয়ারেজ। এর আগে বার্সার ‘বি’ দলে এবং মূল দলে খেলেছেন স্পেনের ফরোয়ার্ড নোলিতো।

আর মূল দলে খেলা না হলেও বার্সার ‘বি’ দলে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার সুয়ারেজ।

২০০৮-১১ পর্যন্ত কাতালানদের ‘বি’ দলে খেলা নোলিতো তিন বছরের জন্য আবারো ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম গুলোর খবর অনুযায়ী ২৯ বছর বয়সী নোলিতোকে সেল্টাভিগো থেকে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নেওয়া হচ্ছে। আর ভিয়ারিয়াল থেকে সুয়ারেজকে সাড়ে তিন মিলিয়ন ইউরোর বিনিময়ে কাতালান ক্লাবে আনা হচ্ছে।

নোলিতো বার্সার ‘বি’ দলে এর আগে খেলেছিলেন ১০৬ ম্যাচ। মূল দলের হয়ে তিনি খেলেন মাত্র দুটি ম্যাচ। এরপর বেনফিকায় নাম লিখিয়ে নোলিতো খেলেন ৩৫টি ম্যাচ। গ্রানাডায় ধারে খেলে নোলিতো ২০১৩ সালে যোগ দেন সেল্টাভিগোতে। সেখান থেকে আবারো পাড়ি জমালেন ক্যাম্প ন্যুতে।

২০১১-১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি সুয়ারেজ। ২০১৩’তে বার্সার ‘বি’ দলে যোগ দিয়ে খেলেছেন ৩৬টি ম্যাচ। সেভিয়াতে ধারে খেলেছেন আরও ৩১টি ম্যাচ। এরপর ভিয়ারিয়ালে নাম লেখান সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।