ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

দিল্লিতে শেষ রাউন্ডে জয় পেয়েছেন ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জানুয়ারি ১৬, ২০১৬
দিল্লিতে শেষ রাউন্ডে জয় পেয়েছেন ফাহাদ ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ‘১৪তম দিল্লি ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায়’ শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২০০ জনের মধ্যে ১২৮তম স্থান লাভ করেছেন।

বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ফিদে মাস্টার ফাহাদ ১০ খেলায় ৪.৫ পয়েন্ট অর্জন করেন।



শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ শ্রীলঙ্কার কাবিন্দা আকিলাকে পরাজিত করেন। ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইভান পপোভ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

একই পয়েন্ট নিয়ে হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার চেবি এট্টিলা রানার-আপ এবং ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার নেভেরভ ভ্যালেরি তৃতীয় হন।

১৩টি দেশের ২১জন গ্র্যান্ড মাস্টার ও ২১জন আন্তর্জাতিক মাস্টারসহ ২০০জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।