ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসিকে টেরি ডোবালেন, টেরি বাঁচালেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
চেলসিকে টেরি ডোবালেন, টেরি বাঁচালেন

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করলো ফুটবল বিশ্ব। এভারটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটি জন টেরিময় হয়ে থাকলো।

খেলার ৯৮ মিনিটে ব্লুজ ‍অধিনায়কের গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গ্যাস হিডিঙ্কের শিষ্যরা। এরআগে এ ডিফেন্ডারের আত্মঘাতি গোলেই পিছিয়ে পড়েছিলো চেলসি।

শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনকে আতিথিয়েতা জানায় চলতি মৌসুমে ধুকতে থাকা চেলসি। তবে চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে খেলার প্রথমার্ধে দু’দল বেশ কয়েকটি পরিবর্তন আনলেও কোন গোলের দেখা পায়নি।

বিরতির পর খেলার ৫০ মিনিটে আত্মঘাতি গোল করে নিজ দল চেলসিকে পিছিয়ে দেন টেরি। আর ৫৬ মিনিটে কেভিন মিরালাস গোল করলে লিড দ্বিগুন করে এভারটন।

২-০তে পিছিয়ে থাকা চেলসি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় খেলার ৬৪ মিনিটে দিয়েগো কস্তা গোল করে ব্যবধান কমায়। আর দু’মিনিট পরেই সেস ফেব্রিগাসের কণ্যানে সমতায় ফেরে স্বাগতিকরা (২-২)।

এদিকে খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০ মিনিট) এভারটন ফুটবলার রামিরো ফুনেস মোরি গোল করে সফরকারীদের ৩-২ ব্যবধানে এগিয়ে দিলে হারের হতাশা নামে চেলসি শিবিরে। এ সময় রেফারি অতিরিক্ত নয় মিনিট যোগ করেন। এ সুযোগ কাজে লাগিয়ে অষ্টম মিনিটের মাথায় অস্কারের সহযোগিতায় দারুণ এক গোল করে চেলসিকে হারের হাত থেকে বাঁচান টেরি।

খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় ৩-৩ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ড্রয়ের ফলে ২২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আগের ১৪ নম্বর স্থানেই রইল চেলসি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।